কোটালীপাড়া প্রতিনিধি :
গোপাগঞ্জের কোটালীপাড়া উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মো: রিয়াজুল ইসলাম (৫২)নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।
আজ রবিবার সকাল ৭টায় মো: রিয়াজুল ইসলাম আমতলী গ্রামের নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় মারা যায়। সে আমতলী গ্রামের মো: জালাল উদ্দিনের ছেলে। মো: রিয়াজুল ইসলাম করোনা উপসর্গ নিয়ে গত মঙ্গলবার (১১ আগস্ট) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নমুনা পরীক্ষার জন্য দিলে বুধবার রিপোর্ট পজিটিভ আসে। এরপর তিনি নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় আজ রবিবার ৭টায় তিনি মারা যায়। এ নিয়ে এ উপজেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩জন।
অপরদিকে এ উপজেলায় ৩৪৬জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৭০জন। বাকী ৭৪জন নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন বলে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে সুত্রে জানাগেছে।
Leave a Reply