কোটালীপাড়া প্রতিনিধি :
কোটালীপাড়ায় চলমান করোনা ও বন্যা পরিস্থিতিতে উপজেলা কৃষি অফিস থেমে নেই তাদের কর্মকান্ড, চলছেই টিম ডিএই কোটালীপাড়ার প্রতিনিয়ত মাঠ পরিদর্শন ও পর্যবেক্ষণ। মাঠে দন্ডায়মান পরিপক্ক আউশ ধান যাতে বন্যায় তলিয়ে যেয়ে নষ্ট হতে না পারে সেই লক্ষ্যে আউশ চাষীদেরকে দ্রুত আউশ ধান কর্তন করে ঘরে তোলার জন্য উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায় এর নেতৃত্বে এবং উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জনাব- কৃত্তিবাস পান্ডের আন্তরিক প্রচেষ্টায় একটি টিম আজ কোটালীপাড়ার বান্ধাবাড়ী ইউনায়নের বান্ধাবাড়ী গ্রামের ফিরোজ হাওলাদারের আউশ ধানের নমুনা শস্যকর্তন করে। কর্তনকালে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, আউশ চাষী সহ এলাকার কৃষকবৃন্দ। টিমে আরো ছিলেন এসএএও জনাব- সুমন মৈত্র ও রাকিবুল ইসলাম। নমুনা কর্তনে সার্বিক সহযোগীতা করেন সংশ্লিষ্ট এসএএও জনাব- মনি হালদার।
Leave a Reply