আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
জাতির পিতা বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বরিশালের গৌরনদীতে সোমবার সকালে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে সভার শুরুতে ১৫ আগষ্ট সকল শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে ম্যানুয়াল ও ভার্চুয়াল সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ফারিহা তানজিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা কৃষি অফিসার মামুনুর রহমান, উপজেলা মাধ্যমিক অফিসার আঃ জলিল, উপজেলা শিক্ষা অফিসার ফয়সল জামিল, উপজেলা প্রকৌশলী অহিদুর রহমান, উপজেলা ত্রাণ ও পূনবাসন কর্মকর্তা আহসান হাবিব, বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান প্যাদা, সরিকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, সাংবাদিক সৈয়দ নকিবুল হক, এমডি ফাহাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply