মোঃ জাফরুল হাসান, কালকিনি (মাদারীপুর) থেকেঃ
মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর হাটে অভিযান চালিয়ে প্রায় ৪’লক্ষাধীক টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন মাদারীপুর র্যাব-৮। এসময় অবৈধ কারেন্ট জালের ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশন (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
এলাকা ও ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুরে র্যাব-৮এর একটি বিশেষ টিম অভিযান চালিয়ে গোপালপুর হাট থেকে প্রায় ৪’লক্ষাধীক টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেন। এবং এসময় চারজন ব্যবসায়ীকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশন (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪জন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এবং ওই জব্দকৃত সমস্ত জাল পুড়িয়ে দেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশন (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম বলেন, অবৈধ কারেন্ট জাল বিক্রি করার দায়ে ৪ জন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং ওই জব্দকৃত সমস্ত জাল পুড়িয়ে দেয়া হয়।
Leave a Reply