আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগ সভাপতির মৃত্যু, দলীয় নেতৃন্দর শ্রদ্ধা নিবেদন, এমপি হাসানাততের শোক ও সমবেদনা জ্ঞাপন।
উপজেলার রাজিহার ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মনোরঞ্জন রায় (৫০) হৃদযন্দ্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে সকাল ৬.৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি দুই মেয়ে, এক ছেলেসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
তাঁর মৃত্যুর খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন দরীয় নেতা কর্মীদের নিয়ে প্রয়াত সভাপতি মনোরঞ্জন রায়ের বাড়িতে গিয়ে এমপি আলহাজ্ব আবুল হাসনানাত আবদুল্লাহ’র পক্ষে শেষ শ্রদ্ধা নিবেদন করে শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে তাঁর আত্মার শান্তি কামনা করেন।
অন্যদিকে একই দিন রাজিহার ১নং ওয়ার্ডের চৌকিদার শতীশ বাগচী (৫৭)ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার সকালে মৃত্যু বরণ করেছেন।
Leave a Reply