আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধণ করা হয়েছে। রবিবার সকাল দশটায় বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধণ করেন ববি’র উপচার্য প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন করোনা প্রতিরোধ কমিটির জেলা সভাপতি ও জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু প্রমুখ।
ববি’র ভিসি জানান, মুজিবর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচিতে এবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির দুই হাজার তিনশ’ গাছের চারা রোপন করা হবে।
Leave a Reply