মোঃ জাফরুল হাসান, কালকিনি (মাদারীপুর) থেকেঃ
জমি-জমা বিরোধের জের ধরে মাদারীপুরের কালকিনিতে মোঃ আরিফ মোল্লা-(৩৫) নামের এক ব্যাবসায়ীর পরিবারের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে করে ওই ব্যবসায়ীসহ কমপক্ষে ৫জন আহত হয়েছে। পরে স্থানীয় লোকজন আহতদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করেন। আজ রবিবার সকালে এ হামলার ঘটনা ঘটে। এদিকে এ হামলার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী পরিবার।
এলাকা, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচুরি স্বস্থাল গ্রামের আঃ রব মোল্লার ছেলে মুদী ব্যবসায়ী আরিফ মোল্লাদের সঙ্গে একই বাড়ির এসকেলেম মোল্লার দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধপূর্ন জমিতে বাথরুম তৈরী করেন এসকেলেম মোল্লা। উপায়অন্ত না পেয়ে ব্যবসায়ী আরিফ মোল্লা থানা পুলিশ খবর দেন। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাথরুম তৈরী করতে নিশেধ করেন। তবে ঘটনাস্থল থেকে পুলিশ চলে গেলে এসকেলেম মোল্লার নেতৃত্বে উজ্জল মোল্লা, হুমায়ন মোল্লা ও মোদারেছ মোল্লাসহ ৫/৭জন মিলে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে প্রথমে ব্যবসায়ীর বড় ভাই সাইফুল ইসলাম বাবুলের উপর হামলা চালায়। এসময় এগিয়ে আসলে তাদের হামলায় ব্যবসায়ী আরিফ মোল্লা, তার স্ত্রী লাকি বেগম ও তার পিতা রব মোল্লাসহ কমপক্ষে ৫জন আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের মধ্যে ব্যবসায়ীকে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এবং বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। এদিকে এ হামলার ঘটনায় ব্যবসায়ী আরিফ মোল্লার বড় ভাই সাইফুল ইসলাম বাবুল বাদী হয়ে ৮জনকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ব্যবসায়ী আরিফ মোল্লা বলেন, আমাদের জমিতে জোর পূর্বক বাথরুম তৈরী করেন এসকেলেম। পরে আমি পুলিশ আনায় ক্ষিপ্ত হয়ে আমার ও আমার পরিবারের উপর হামলা চালায় এসকেলেম ও তার লোকজন। তাই আমার বড় ভাই তাদের নামে মামলা করেছে।
অভিযুক্ত এসকেলেমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ নাছির উদ্দিন মৃধা বলেন, হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।
Leave a Reply