আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
“বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক” এ প্রতিপাদ্য নিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯০তম জন্মদিন উপলক্ষে বরিশালের গৌরনদীতে শনিবার সকালে আলোচনা সভা ও অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা হলরুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তুষার দেব বৈষ্ণব।
বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া প্রমুখ। শেষে দর্জি প্রশিক্ষনপ্রাপ্ত ছয়জন দুঃস্থ নারীর মাঝে ছয়টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
Leave a Reply