আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
র্যাবের অভিযানে বিপুল পরিমান ফেন্সিডিলসহ এক ব্যবসায়ি গ্রেফতার।
বরিশাল র্যাব-৮ সূত্রে জানা গেছে, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল শুক্রবার সকালে পিরোজপুর জেলার কাউখালী থানার রকেট ঘাট এলাকায় শাহীন হোটেলের সামনে অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময়ে র্যাব সদস্যরা ঝালকাঠি জেলার রাজাপুর থানার উত্তর তারাবুনিয়া গ্রামের খান মোতাহার হোসেনের ছেলে মো. রফিকুল ইসলাম নয়ন (৪০) কে আটক করে।
স্থানীয় লোকজনের উপস্থিতিতে রফিকুল ইসলামের কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র্যাব। এঘটনায় র্যাব-৮ সিপিএসসি’র ডিএডি মোঃ আব্বাস আলী বাদী হয়ে কাউখালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃত রফিকুলকে থানায় হস্তান্তর করেন
Leave a Reply