আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
বরিশালের আগৈলঝাড়ায় স্বেচ্চসেবী সংগঠনের উদ্যোগে করোনা মোকাবেলায় ২শ ৩২ শিশু পরিবারের মাঝে খাদ্য সহয়তা প্রদান করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার বাগধা ইউনিয়নের ২শ ৩২ শিশু পরিবারের মাঝে খাদ্য সহয়তা প্রদান করেছে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
খাদ্য সহয়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবিসিএস এর সভাপতি জেমস্ রিপন বাড়ৈ, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কাজল দাশ গুপ্ত, বাগধা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বজলুর রহমান হাওলাদার, প্রকল্প সভাপতি রেভাঃ অরবিন্দ সরকার, প্রকল্প ব্যবস্থাপক টনি ভদ্র, সদস্য দিলীপ বাড়ৈ প্রমুখ। এসময় ২শ ৩২ শিশু পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে ১৪কেজি করে চাল, ১৫ কেজি ডাল, ৫০০ মিলি লিটার তেল, ৪ কেজি আলু, ২পিছ সাবান ও ২ পিস মাস্ক প্রদান করা হয়।
Leave a Reply