আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
আগৈললঝাড়ায় অবস্থিত বরিশাল বিভাগীয় বেবী হোমে আশ্রিত কোমলমতি শিশুদেরর জন্য ঈদের বিশেষ খাবার বিতরন করা হয়েছে।
বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের ব্যাক্তিগত উদ্দ্যোগে বুধবার বিকেলে বিভাগীয় বেবী হোমে (ছোটমনি নিবাস) ঈদের বিশেষ খাবার হিসেবে দুধ, শেমাই, চিনি, পোলাউর চাল সুজি, বিস্কুট, চকলেট সহ শিশু খাদ্য প্রদান করা হয়।
উপজেলা সমাজসেবা অফিসার ও বেবী হোমের অতিরিক্ত দ্বায়িত্বপ্রাপ্ত উপ-তত্বাবধায়ক সুশান্ত বালা’র হাতে জেলা প্রশাসকের শিশু খাদ্য হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ও উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম। এসময় উপস্থিত ছিলেন গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু।
Leave a Reply