গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠপুত্র ও আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা শেখ কামালের ৭১ তম জম্ম দিন পালিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১ টায় স্থানীয় সুইমিংপুল ও জিমনেশিয়ামে গোপালগঞ্জ আবাহনী ক্রীড়া আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক শাহিদা সুলতানা গোপালঞ্জের বিভিন্ন ক্লাবের কর্মকর্তা, সদস্যদের হাতে ৩ শ’ ফুটবল ও গাছের চারা তুলে দেন।
গোপালগঞ্জ আবাহনী ক্রীড়া চক্রের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার মুহাম্মদ সাঈদুর রহমান খান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধূরী এমদাদুল হক, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মোহাম্মদ রুহুল আমীন সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতেই অংশ গ্রহনকারীদের মাঝে মাক্স, স্যানিটাইজার সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
টুঙ্গিপাড়ায় দোয়া মোনাজাত
শেখ কামালের জম্ম দিনে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদের খতিব আলহাজ্জ্ব মাওলানা মুহাম্মদ নওয়াব আলী জানান,শেখ কামালের জম্ম দিন উপলক্ষ্যে দিনব্যাপী কোরআন খানীর আয়োজন করা হয়। এ ছাড়া সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বঙ্গবন্ধু, শেখ কামাল ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
Leave a Reply