গোপালগঞ্জ প্রতিনিধি :
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সাধারণ সম্পাদক এইচ এম ইমরানের উপর স্থানীয় জনপ্রতিনিধি (ইউপি মেম্বর) নৃশংস হামলার তীব্র নিন্দা ও বিচারের দাবি জানিয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বশেমুরবিপ্রবিসাস)।
রবিবার বশেমুরবিপ্রবিসাসের সভাপতি শামস জেবিন ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের এক যৌথ বিবৃতিতে এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দোষীদের বিচারের দাবি করেন।
বিবৃতিতে বলা হয়, ক্যাম্পাস সাংবাদিকরা যেকোনো অন্যায়ের প্রতিবাদে অগ্রগামী ভূমিকা পালন করেন। পেশাগত দায়িত্ব পালনকালে এমন ভূমিকা সাংবাদিকদের জীবনেও বড় প্রভাব বিস্তার করে। এমন ভূমিকা পালন করতে গিয়ে কোনো সাংবাদিক যখন হামলার শিকার হন সেটা নিঃসন্দেহে উদ্বেগের বিষয়। তবে ক্যাম্পাস সাংবাদিকদের ঐক্যবদ্ধ অবস্থান কখনোই এ ধরনের অপচেষ্টা সফল হতে দিবে না।
ওই বিবৃতিতে আরো বলা হয়, ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আজিজুর রহমান গরীবদের মাঝে বণ্টন করা কোরবানির মাংস আত্মসাৎ করেন। এইচ এম ইমরান এ ঘটনার প্রতিবাদ জানালে উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে ইমরানের পরিবারের উপর হামলা চালায় ঐ সদস্যের লোকজন। এতে ইমরান, তার ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরাম হোসাইন এবং তাদের বাবা আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় ইমরানকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
Leave a Reply