আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
বরিশালের আগৈলঝাড়া ৫০শয্যার উপজেলা হাসপাতালে পানির পাম্প বিকল হওয়ায় গত রবিবার রাত থেকে মঙ্গলবার পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে করে হাসপাতালে ভর্তি রোগী ও আগত রোগীরা পানি না থাকার কারনে চরম সমস্যার সম্মুখীন হচ্ছে।
এছাড়াও হাসপাতালের আবাসিক ভবনে বসবাসরত চিকিৎসক, নার্স ও কর্মচারীরা পানি না থাকার গত মঙ্গলবার পর্যন্ত পানির অভাবে কস্টে জীবনযাপন করছে। পানি না থাকার কারনে হাসপাতাল মসজিদে আগত মুসিল্লীরা অযু এবং বাথরুম ব্যবহার করতে পারছে না। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন পানির পাম্প নস্ট হওয়ায় পানির সমস্যার সত্যতা স্বীকার করে বলেন, তিনি নতুন পানির পাম্প সরবরাহের ব্যবস্থা করছেন।
Leave a Reply