আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল
বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৩শ ২০পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। শনিবার দিবাগত রাত ৪টার দিকে বরিশাল নগরীর কাশিপুর বাজার সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ইন্সপেক্টর কমলেশ চন্দ্র হালদার ও ইন্সপেক্টর হরিদাস নাগের নেতৃত্বে কাশিপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে আটককৃতরা হলো, ঝালকাঠি থানার কৃষ্ণকাঠি গ্রামের আদম আলী সরদারের পুত্র সাব্বির আহম্মেদ কয়েস, আগৈলঝাড়া থানার ফুলশ্রী গ্রামের মৃত সিরাজ সরদারের পুত্র মার্সেল রেফ্রিজারেটর ব্যবসায়ি কামাল হোসেন ও ঝালকাঠি থানার দক্ষিণ শিবপাশা গ্রামের শহীদুল ইসলাম পাইকের পুত্র রনি।
এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে আটককৃতদের আসামি করে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply