আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশী অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ি ও পলাতক দুই আসামীসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, রবিবার সকালে উপজেলার রতœপুর গ্রামের মাজেদ হাওলাদারের ছেলে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিঠু হাওলাদার (৩০)কে তার নিজ বাড়ি থেকে এএসআই রফিক গ্রেফতার করেন।
শনিবার রাতে এসআই মনিরুজ্জামান পূর্ব মোল্লাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের লিয়াকত গাজীর ছেলে মাদক ব্যবসায়ী সাব্বির গাজী (১৯)কে মোল্লাপাড়া জমাদ্দার বাড়ির সামনে থেকে ২২পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন।
অন্যদিকে শনিবার রাতে উপজেলার দক্ষিণ বাগধা গ্রামের ইসমাইল খন্দকারের ছেলে বাদশা খন্দকার (৪০)কে এসআই মোক্তার হোসেন গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত বাদশা ওই এলাকার নুরুল হক হাওলাদারের স্ত্রী জাহানারা বেগমকে মারধর করা মামলা নং-১৫ এর এজাহারভুক্ত আসামী।
গ্রেফতারকৃত সাব্বির গাজী, মিঠু হাওলাদার ও বাদশাকে রবিবার আদালতে প্রেরন করেছে পুলিশ।
Leave a Reply