কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে শেখ হেলাল উদ্দিন এমপির পক্ষ থেকে আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীদের মাঝে ২০হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।
শনিবার কোটালীপাড়া পৌর সভায় বসে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বদরুল আলম বদর পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখের হাতে এ মাস্ক তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় আওয়ামী লীগ নেতা আমিনুজ্জামান খান মিলন, রুহুল আমিন খান, প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, কাউন্সিলর আক্তারুজ্জামান উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বদরুল আলম বদর বলেন, করোনাভাইরাস প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে শেখ হেলাল উদ্দিন এমপির পক্ষ থেকে এ মাস্ক বিতরণ করা হলো। এর আগেও এ উপজেলায় শেখ হেলাল উদ্দিন এমপির পক্ষ থেকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, পিপিই ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
Leave a Reply