আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
শিল্পী চিত্ত হালদার এর স্মরণে চারুকলা বরিশাল আয়োজনে অনলাইন চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় বরিশাল চারুকলা সভাপতি আলতাফ হোসেন বরিশাল সিটি কলেজ চত্বরে স্বাস্থ্য বিধি মেনে বিজয়ী শিশুদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। এসময় তিনি বলেন, করোনার সময়ে শিশুদেরকে উৎসাহ দিতে ও শিল্পী চিত্ত হালদার এর স্মৃতি আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এই আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চারুকলা বরিশালের সাবেক সম্পাদক সুশান্ত ঘোষ, এ্যাডভোকেট সুভাষ চন্দ্র নিতাই, অসীম বণিক, বর্তমান সম্পাদক রনি দাস, শিল্পী অভিষেক বসু ভজন।
অনুষ্ঠানে তিনটি বিভাগে ১০জন শিশু শিল্পীকে শ্রেষ্ঠ, সাতজনকে বিশেষ পুরষ্কার ও ১৬ জনকে সম্মাননা দেয়া হয়। গত ১৮ জুলাই শিল্প চিত্ত হালদার স্মরণে শিল্পীর মেঝ কন্যা নরওয়ে প্রবাসী ভায়োলেট হালদারের সৌজন্যে বরিশাল চারুকলার আয়োজনে এই অনলাইন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বরিশাল ছাড়াও ঢাকা ও খুলনার ৩৩ জন প্রতিযোগি অংশগ্রহণ করে।
Leave a Reply