কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বুয়েটের প্রফেসর জামশেদ আলী শেখের উদ্যোগে দরিদ্রদের মাঝে শাড়ী-লুঙ্গী বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ তার নিজ বাড়িতে বসে সামাজিক দূরত্ব বজায় রেখে ৩শত দরিদ্র নারী-পুরুষের মাঝে শাড়ী-লুঙ্গী বিতরণ করেন।
এ সময় স্থানীয় ইউপি সদস্য লিয়াকত আলীসহ দলীয় নেতা-কমীরা উপস্থিত ছিলেনন।
আয়নাল হোসেন শেখ বলেন, আমাদের প্রাণ প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বুয়েটের প্রফেসর জামশেদ আলী শেখের উদ্যোগে আমরা আজ ৩শত দরিদ্র নারী-পুরুষের মাঝে শাড়ী-লুঙ্গী বিতরণ করলাম। আমরা প্রফেসর জামশেদ আলীর উদ্যোগে আরো শাড়ী-লুঙ্গী বিতরণ করবো।
Leave a Reply