আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
ভোলা র্যাবের অভিযানে অত্যাধুনিক অস্ত্র, গুলি ও মাদকসহ অর্ধডজন মামলার পলাতক তিন শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার।
সোমবার রাতে ভোলা জেলার সদর থানার দণি রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত আজিজুল হকের ছেলে মোঃ. রফিকুল ইসলাম (৫৫), মৃত মোশাররফ হোসেন হাওলাদারের ছেলে মো. হাবিবুর রহমান @ বাচ্চু হাওলাদার (৪৫), মৃত আাব্দুর রব সরদারের ছেলে মো. ভূট্টো সরদারকে (৪৫) গ্রেফতার করে র্যাব সদস্যরা।
গ্রেফতারকৃত রফিকুল ইসলাম (৫৫)র কাছ থেকে একটি একনালা বন্দুক, একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড কাতুর্জ এবং ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মো. হাবিবুর রহমান @ বাচ্চু হাওলাদার (৪৫)র কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড কাতুর্জ এবং ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব প্রেরিক ই-মেইল বার্তায় আরও জানা গেছে, গ্রেফতারকৃত মো. রফিকুল ইসলাম (৫৫)র নামে ভোলা সদর থানাসহ বিভিন্ন থানায় অন্তত ২০টি মামলা রয়েছে।
মোঃ হাবিবুর রহমান , বাচ্চু হাওলাদার (৪৫) নামে ভোলা সদর থানাসহ বিভিন্ন থানায় ৫টি মামলা এবং মো. ভূট্টো সরদারের (৪৫)র নামে ভোলা সদর থানাসহ বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা সবাই এলাকার শীর্ষ সন্ত্রাসী।
তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, খুন, ধর্ষণ, গণধর্ষণসহ কয়েকটি মামলায় ওয়ারেন্টও রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সত্যতা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply