আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় কন্যা শিশু এ্যাডভোকেসি ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা এ্যাডভোকেসি ফোরামের আয়োজনে গার্লস এ্যাডভোকেসি অ্যালায়েন্স, প্লানইন্টারন্যাশনাল’র সহযোগিতায় উপজেলার শহীদ সুকান্ত আব্দুল্লাহ হল রুমে রবিবার এই সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় কন্যা শিশু এ্যাডভোকেসি ফোরামের সভাপতি মহাদেব বসু’র সভাপতিত্বে কাজল দাশ গুপ্তের সঞ্চালনায় বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধসহ বাল্যবিবাহ ও জেন্ডার ভিত্তিক সহিংসতা বন্ধ ও প্রতিরোধে করণীয় বিষয়ে সামাজিক সচেতনতামূলক প্রচারাভিযানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, নারী নেত্রী এলিনা জাহিন, রাংতা মাধ্যমিক বিদ্যালয়েরর প্রধান শিক মিজানুর রহমান, দি হাঙ্গার প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী সাইফুল ইসলাম লিটন, ইউপি সদস্য পবিত্র রানী রায়, হরে কৃষ্ণ রায় পলাশ, মাওলানা মিজানুর রহমান, নাসির উদ্দিন প্রমুখ।
Leave a Reply