কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আতাউল্লাহ সিকদার (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক আতাউল্লাহ সিকদার উপজেলার কাকডাঙ্গা গ্রামের রবিউল সিকদারের ছেলে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ লুৎফর রহমান জানান, সকালে পিঞ্জুরী ইউনিয়েনের চেয়ারম্যান আবু ছাইদ সিকদারের মাছের ঘেরে কাজ করছিল আতাউল্লাহ। মাদ্রাসা থেকে নেয়া বিদ্যুৎ সংযোগের তার ঘেরের মধ্যে পড়লে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারাত্মক আহত হন আতাউল্লাহ।
পরে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply