আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল।
বরিশালের উজিরপুর উপজেলার গাজীরপাড় গ্রামে বিয়ের প্রলোভনে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর থেকে ধর্ষক পলাতক রয়েছে।
মামলা ও ধর্ষিতা সূত্রে জানাগেছে, উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজীরপাড় গ্রামের আজিজ বেপারীর ছেলে শাহাবুদ্দিন বেপারী (২৬) হতদরিদ্র এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী (১৭)কে বিয়ের প্রলোভন দেখিয়ে সাত মাস পূর্বে ধর্ষণ করে। এতে ওই কিশোরী সাত মাসের অন্তঃস্বত্তা হয়ে পরে। গত বুধবার কিশোরী শারিরিকভাবে অসুস্থ্য হয়ে পরে। পরবর্তীতে কিশোরীকে চিকিৎসকের কাছে নিলে গেলে সেখানে তার সাত মাসের অন্তঃসত্তার বিষয়টি ধরা পরলে কিশোরী তার বাবা-মায়ের কাছে বিষয়টি খুলে বলে।
উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মো. হেলাল উদ্দিন জানান, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক শাহাবুদ্দিন বেপারী বিরুদ্ধে ১৪ জুলাই মামলা দায়ের করা হয়েছে। মামলার পরপরই আসামী পলাতক রয়েছে। আসামীকে গ্রেফতারের জন্য পুলিশী তৎপরতা অব্যাহত আছে।
Leave a Reply