মোঃ জাফরুল হাসান, কালকিনি (মাদারীপুর) থেকে :
প্রধানমন্ত্রীর খাদ্য-বান্ধব কর্মসুচির আত্মসাৎকৃত উদ্ধার করা চাল আদালতের নির্দেশক্রমে মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানা পুলিশের উদ্যোগে থানা এলাকার বিভিন্ন ইউনিয়নের দুঃস্থ ও অসহায় ১৫০টি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে এ চাল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা পুলিশ সুপার বদরুল আলম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার (ডি.এস.বি) চাই লাউ, ডাসার থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মমরাজ হোসেন কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন । উল্লেখ্য সম্প্রতি নবগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য উত্তম বিশ্বাসের বাড়ি থেকে ওই আত্মসাৎকৃত চাল উদ্ধার করা হয়।
Leave a Reply