গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে অগ্রণী ব্যাংকের পরিচালক ও সাবেক ছাত্রনেতা খন্দকার মঞ্জুরুল হক লাবলু উদ্যোগে ৬শ’ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা অডিটরিয়ামে কর্মহীন, দরিদ্র ও অসহায় পরিবারের হাতে এসব ঈদ সামগ্রী তুলে দেন টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মেদ হোসেন মীর্জা । এ সময় জেলা আওয়ামী লীগ নেতা শেখ মোঃ মোত্তাহিদুর রহমান শিরু, উপজেলা চেয়ারম্যান সোলাইমান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবুল শেখ, অগ্রণী ব্যাংকের টুঙ্গিপাড়া শাথার ব্যবস্থাপক অসীম মৃধা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ঈদ সামগ্রীর মধ্যে সেমাই, চিনি, দুধ, পোলাওর চাল, ভাতের চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, মসলা, কিছমিছ, লবন ও সাবান রয়েছে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগ নেতা শেখ মোঃ মোত্তাহিদুর রহমান শিরু । তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে অগ্রণী ব্যাংকের পরিচালক ও সাবেক ছাত্রনেতা খন্দকার মঞ্জুরুল হক লাবলুর উদ্যোগে ৬শ’ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে
Leave a Reply