গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জে করোনা মহামারীর মধ্যে হত দরিদ্র ১৩ টি পরিবারের দৈনিক আয়ের অবলম্বন হিসেবে ভ্যান বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকালে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও বঙ্গীয় গণ উন্নয়ন সমিতি (বিজিএস) টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি গ্রামে ৩টি ও গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর , দিঘারকুল, আন্দারকোঠা,গোবরা ও লতিফপুর গ্রামে ১০টি ভ্যান হত দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে বিতরণ করেছেন ।
বিজিএস’এর নির্বাহী পরিচালক জনাব মোঃ মোজাহারুল হক বাবলু হতদরিদ্র পরিবারের প্রধানদের হাতে এ সব ভ্যান তুলে দেন। এ সময় বিজিএসের শাখা ব্যবস্থাপক শেখ মহব্বত-ই-আনোয়ার, নূর মোহাম্মদ সিকদার সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি গ্রামের হতদরিদ্র আমিন শেখ বলেন, গ্যারেজ থেকে ভাড়া নিয়ে ভ্যান চালাতাম। করোনার মাধ্যে যাত্রী কমে গেছে। তাই আয় তেমন নেই। দিন শেষে গ্যারেজে ভ্যান ভাড়া দিয়ে সামন্য কিছু টাকা থাকত। এ দিয়ে সংসার চালাতে খুব কষ্ট হচ্ছিল। এখন বিনামূল্যে ভ্যান পেয়েছি। এ দিয়ে যা আয় হবে তাদিয়ে ভালভাবে সংসার চালাতে পারবো। এ জন্য আমি বিজিএসকে ধন্যবাদ জানাই।
বঙ্গীয় গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক মোঃ মোজাহারুল হক বাবলু বলেন, আয় বর্ধক কর্মসূচীর আওতায় ১৩ টি হত দরিদ্র পরিবারকে আমরা বিনামূল্যে ভ্যান দিয়েছি। ভ্যানের আয় দিয়ে তারা স্বাবলম্বী হবে। স্বচ্ছল ভাবে সংসার চালাবে। এ ছাড়া প্রতি সপ্তাহে উপকার ভোগীরা ১ শ’ টাকা করে সঞ্চয় জমা রেখে ভ্যান মেরামত সহ সাংসারিক সমস্যা সমাধান করবেন। উপকার ভোগীরা তাদের বিপদ আপদ থেকে রক্ষা পেতে ইতিমধ্যে ১৫ হাজার ৬ শ’ টাকা সঞ্চয় বিজিএস’এ জমা করেছে।
Leave a Reply