কোটালীপাড়া প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগেরর সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ করোনা জয় করেছেন । তিনি ঢাকার শেখ রাসেল গ্যাট্রোলিভার হাসপতালে চিকিৎসাধীন ছিলেন। পরপর ২টি নমুনা রিপোর্টে তার করোনা নেগেটিভ আসে।
জুনের মাঝামাঝি আয়নাল হোসেন শেখ শরীরে সামান্য জ্বর অনুভাব করেন। তার নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়। পরে তার শরীরে পজিটিভ হয় ।
কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম বাদল বলেন, করোনার শুরু থেকেই আয়নাল হোসেন শেখ বিরামহীন ভাবে জনগনের জন্য কাজ করেছেন। আমরা এই ক্রান্তিকালের যোদ্ধায় পরিনত হন। তিনি চিকিৎসায় সুস্থ হয়েছেন।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য বলেন, করোনা আক্রান্ত হয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। পরে তিনি ঢাকা শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন ।সেখানে চিকিৎসার পর তিনি করোনা মুক্ত হয়েছেন।
Leave a Reply