কোটালীপাড়া প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ১৭জনের নমুনা পরীক্ষায় ১১জনের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে এ উপজেলায় করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯।
আজ মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে এ তথ্য পাওয়া গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য বলেন, গত রবিবার (১৭ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় ঢাকা থেকে ফিরে আসা ১৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এদের মধ্যে ১১জনের পজিটিভ রির্পোট এসেছে। এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯। তবে এই ১৯ জনের মধ্যে ২জন সুস্থ্য হয়েছেন।
এদিকে ১৭জনের নমুনা পরীক্ষায় ১১জন পজিটিভ আসায় উপজেলা প্রশাসন থেকে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক জরুরী সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমানে সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: মহসিন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া, কামরুল ইসলাম বাদল বক্তব্য রাখেন। সভায় সকল দোকানপাট-গনপরিবহণ বন্ধ ও যারা বাহির থেকে কোটালীপাড়ায় প্রবেশ করবে তাদের বাধ্যতামূলক ১৪দিন প্রাতিষ্ঠানিক হোমকোয়ারেন্টিনে থাকাসহ নানা সিন্ধান্ত গ্রহণ করা হয়।
Leave a Reply