আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
বরিশালের আগৈলঝাড়ায় গত ২৪ ঘন্টায় পিতা-পুত্র, স্বাস্থ্যকর্মীসহ আরও ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত পিতা-পুত্র কালুপাড়া গ্রামের বাসিন্দা, একজন উত্তর শিহিপাশা গ্রামের বাসিন্দা, অন্যজন হলেন হাসপাতালের সিএইসসিপি (স্বাস্থ্যকর্মী)। এনিয়ে উপজেলায় মোট আক্রান্তর সংখ্যা দাড়ারো ২৫ জনে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।
বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন। গনমাধ্যমকে তিনি জানান, আক্রান্ত ব্যক্তিদের বাড়ি ও তাদের সংস্পর্শে যারা ছিলেন তাদের বাড়ি লকডাউনের ব্যবস্থা নেয়া হয়েছে।
Leave a Reply