আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
আগৈলঝাড়ায় করোনায় আক্রান্তর লাশ দাফন সম্পন্ন করেছে বারপাইকা আল-মদিনা যুব ফাউন্ডেশন।
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের আঃ রব শাহ’র স্ত্রী মমতাজ বেগম (৫৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। মরহুমার জানাজা ও দাফন সম্পন্ন করেছে স্থানয়ি বারপাইকা আল-মদিনা যুব ফাউন্ডেশন এর সদস্যরা। সংগঠনটি এ পর্যন্ত এলাকায় ৬ জন করোনা আক্রান্ত মৃত ব্যক্তির দাফন সমাপ্ত করলো।
সূত্র মতে, গত ২৫ শে জুন ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন থেকে বুধবার রাত আটটায় আঃ রব শাহ’র স্ত্রী মমতাজ বেগম (৫৫) মৃত্য বরণ করেন। মরহুমার লাশ ওই রাতে এ্যাম্বুলেন্সযোগে গ্রামের বাড়ি নিয়ে আসলে ওই রাতেই
সংগঠনের সভাপতি মোঃ নাসির উদ্দিন শাহ এর নেতৃত্বে বেলাল আহম্মেদ সালেহি, মিরাজ শাহ, কায়ুম শাহ, বশির শাহ, মহিদুল শাহ জানাযা শেষে দাফন সম্পন্ন করেন।
Leave a Reply