কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের উদ্যোগে দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলার সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব ঈদসামগ্রী বিতরণ করা হয়।
পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২শতাধিক দরিদ্রের পরিবারের মাঝে পোলার চাল, সেমাই, চিনি, দুধসহ ঈদসামগ্রী বিতরণ করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান বুলুবুল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলিউজ্জামান জামির, ছাত্রলীগ নেতা রাসেল শেখ, জুয়েল মুন্সী, সাজ্জাদ সুমন, নিয়াজ মোর্শেদ হিরো উপস্থিত ছিলেন।
Leave a Reply