গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জে করোনা আক্রান্ত হয়ে মোক্তার হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হলো।
মোক্তার হোসেনের বাড়ী গোপালগঞ্জ জেলা শহরের বেদগ্রাম পশ্চিমপাড়ায় ।
গোপালগেঞ্জের সিভিলসার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, মোক্তার হোসেনের করোনা উপসর্গ দেখা দিলে গত ২২ জুন গোপালগঞ্জ জেনারেল হাসপাতলে তিনি নমুনা দেন। পরে তার নমুনায় করোনা পজেটিভ আসে। তিনি বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার কুর্মিটোলো হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। চিকিৎসাধীন সেখানে তার মৃত্যু হয়।
এর আগে জেলায় করোনা আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়। এর মধ্যে মুকসুদপুর উপজেলায় চারজন, টুঙ্গিপাড়া উপজেলায় চারজন, সদর উপজেলায় চারজন, কাশিয়ানী উপজেলায় দুইজন ও কোটালীপাড়া উপজেলায় একজন রয়েছেন।
Leave a Reply