কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা পরিচালকের নির্দেশনায় ফলদ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার পরিষদের বিভিন্ন রোপণযোগ্য স্থানে ফলদ বৃক্ষরোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায় ।
এ সময় সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার ব্রজেন্দ্রনাথ সরকার, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃত্তিবাস পান্ডেসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত উপ সহকারী কৃষি অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায়ের নিজস্ব অর্থায়নে উপজেলা পরিষদের বিভিন্ন রোপণযোগ্য স্থানে ১০০ টি ফলদ ( আম, কাঁঠাল, লিচু) বৃক্ষ রোপন করা হবে।
Leave a Reply