আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
করোনা ভাইরাস প্রতিরোধ ও জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় বরিশালের গৌরনদী উপজেলার সর্বপ্রথম মাহিলাড়া ইউনিয়ন পরিষদে স্থায়ীভাবে জীবাণু নাশক টানেল স্থাপণ করা হয়েছে।
সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে টানেলের উদ্বোধণ করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।
প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। বক্তব্য রাখেন নারী ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন। অনুষ্ঠান শেষে ভিজিডি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করা হয়।
Leave a Reply