আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা :
করোনা আক্রান্ত হয়ে আগৈলঝাড়া গোলাম ছরোয়ার খান সোমবার খুলনায় মারা গেছেন।
গোলাম সরোয়ার (৫৫) বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের মইজদ্দিন খানের ছেলে ও খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
গোলাম সরোয়ার করোনায় আক্রান্ত হয়ে ৪জুলাই থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান। খুলনা হাসপাতাল থেকে লাশ আসার পর গতকাল সোমবার দুপুরে স্বাস্থ্যবিধি মেনে তার জানাজার নামাজ শেষে আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
Leave a Reply