কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত এক মহিলা নিহত হয়েছে। নিহত মহিলার বয়স অনুমানিক ৫০ বছর।
শনিবার দিবাগত রাতে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের হরিনাহাটি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, রবিবার ভোরে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের হরিনাহাটি গ্রামের মোবারেক কাজীর বাড়ির সামনের রাস্তায় অজ্ঞাত এক মহিলার লাশ দেখতে পেয়ে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে প্রেরণ করেছে। ধারণা করা হচ্ছে নিহত মহিলা মনসিক ভারসাম্যহীন ছিল।
Leave a Reply