গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় করোনা ভাইরাসে (কোভিট-১৯) আক্রান্ত ওসমান আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।শনিবার দিবাগত রাত পৌনে ১ টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারাযান বলে জানান টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরো জানান, ওসমান আলী জ্বর, সর্দি, কাশি সহ করোনা উপসর্গে ভুগছিলেন। এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে গত ২ জুলাই তার নমুনা সংগ্রহ করে ফরিদপুর পাঠানো হয় । ৩ জুলাই রাতে তার রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকে তিনি টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
তিনি আরো জানান, শনিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি গ্রহণ করা হচ্ছিল। এর মধ্যেই তিনি মারা যান। এ নিয়ে টুঙ্গিপাড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৩ জনের মৃত্যু হলো।
Leave a Reply