কোটালীপাড়া প্রতিনিধি :
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে। আজ সোমবার উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ সব সবজির বীজ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার দুই শত কৃষান-কৃষানীর হাতে এসব শাক-সবজির বীজ তুলে দেন। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো: মিলন, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃত্তিবাস পান্ডে, উপ সহকারী কৃষি অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।
উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃত্তিবাস পান্ডে বলেন, করোনা পরবর্তী সময়ে যাতে কৃষকরা অতি সহজেই তাদের পতিত জমিতে সবজি চাষ করতে পারে । এ জন্য আমরা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কৃষক নির্বাচন করে তাদের মাঝে লালশাক, করলা হাইব্রিড, বেগুন হাইব্রিড, ঝিঙে , মিষ্টি কুমড়ার বীজ বিতরণ করছি।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায় বলেন – মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এক ইঞ্চি জমিও যেন পতিত না থাকে এবং করোনা পরবর্তী সময়ে যাতে শাক – সবজির উৎপাদন কমে না যায় এবং চাষীরা যাতে পুষ্টিহীনতায় না পড়ে সেই লক্ষ্যেই আমরা এসব শাক-সবজির বীজ বিতরনের উদ্যোগ গ্রহণ করেছি।
Leave a Reply