কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৩দিন ব্যাপী শামুক ও ঝিনুকের উৎপাদন কৌশল শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলার ভুয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাহেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের আয়োজনে এ প্রশিক্ষণের উদ্বোধন হয়।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ. এফ. এম. শফিকুজ্জোহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণটির উদ্বোধন করেন।
কোটালীপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণটির উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের উপ-পরিচালক শামসুন নাহার, এসএসও এইচ এম রাকিবুল ইসলাম বক্তব্য রাখেন।
Leave a Reply